জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি), তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ৩০শে নভেম্বর সোমবার বিকেলে করোনাভাইরাস এর সংক্রমণ রোধকল্পে এবং জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায়
মোবাইল কোর্ট পরিচালনা কালে মাস্ক পরিধান ব্যতীত বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ১০ টি মামলায় ১০জনকে ৭৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে ১ জন ব্যক্তিকে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে ২০০ টি মাস্ক বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।