জহিরুল কাদের কবীর, ত্রিশাল প্রতিনিধি
ত্রিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন। ২৭ জুন শনিবার সকালে ত্রিশাল উপজেলা আওয়ামীলী নেতা মোঃ ইকবাল হোসেনের উদ্যোগে পৌর শহরের নওধার ঈদগাহ মাঠে গাছের চারা বিতরন করা হয়। চারা বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, খোরশিদুল আলম মজিব প্রমূখ। ‘গাছ লাগান, পরিবেশ বাচাঁন’ এই শ্লোগানকে সামনে রেখে ত্রিশাল পৌরশহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৭শতাধিক চারা বিতরণ করা হয়।
ত্রিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামীলীগ নেতার গাছের চারা বিতরণ
0
Share.