Girl in a jacket

ত্রিশালে মুক্ত দিবস পালিত

0

জহিরুল কাদের কবীর, ত্রিশাল:-
৯ ডিসেম্বর বুধবার ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচী পালন করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী উদ্বোধন করেন। তিনি বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, চির উন্নত মম শির ও জয় বাংলা ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পন করেন এবং পায়রা উড়িয়ে ত্রিশাল মুক্ত দিবস পালন করেন। পরে প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান জয় বাংলা ভাস্কর্যের সামনে এক আলোচনা সভা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি জোবায়ের হোসেন, কর্মচারি সমিতির সভাপতি জোনায়েত হোসেন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধের সংগঠক জৈমত আলী মাস্টারের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, নূরুল ইসলাম মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.