জহিরুল কাদের কবির স্টাফঃ–
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে ত্রিশাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
২৩শে আগস্ট রবিবার দুপুরে ত্রিশাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান রানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ূন কবির আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মাহমুদা খানম রুমা।
এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ত্রিশাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মহোদয় দু’জনকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।