Girl in a jacket

ত্রিশালে প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সম্মাননা প্রদান

0

জহিরুল কাদের কবীর, ত্রিশালঃ-
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারী বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মুহা. আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম, জননী গ্রপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার,শুকতারা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অধ্যাপক আব্দুল আউয়াল, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সমাজ সেবক আরিফুল হক এরশাদ, ক্লাবের প্রধান উপদেষ্ঠা এ.টি.এম মনিরুজ্জামান,বাগান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর,ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল কাদের কবীর, ইত্তেফাক প্রতিনিধি ফারুক আহমেদ,আরক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জান্নাতুল ফারুকী প্রমুখ। পরে প্রশাসন,শিক্ষা ও সমাজ সেবায় ১০জনকে প্রেসক্লাবের বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

Share.

Comments are closed.