জহিরুল কাদের কবীরঃ
ময়ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় ত্রিশাল থানার অফিসার-ইনচার্জ মাহমুদুল ইসলামের নেতৃত্বে ঈদুল আযহায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করছে।
ত্রিশাল পৌর এলাকাসহ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে অভিযুক্ত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ৩ আগস্ট সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহমুদুল ইসলাম।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল ইসলাম জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। তিনি সকলকে অভিযান সফলতায় সহযোগিতা করার আহবান জানান।