Girl in a jacket

ত্রিশালে নিঁখোজ হওয়া মানসিক প্রতিবন্ধী শারমিন উদ্ধার

0

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় লক্ষীপুর জেলা লক্ষীপুর সদর থানা এলাকা হইতে নিঁখোজ হওয়া মানসিক প্রতিবন্ধী শারমিন আক্তার (১৬)কে উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

গত ৩ আগস্ট সোমবার লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানা এলাকা হইতে মানসিক প্রতিবন্ধী মেয়ে শারমিন আক্তার (১৬) নিখোঁজ হয়। পরে ৮ আগস্ট শনিবার  ত্রিশাল থানা এলাকা হইতে উদ্ধার করে ত্রিশাল থানার এস আই হারুন অর- রশীদের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ টিম।

ত্রিশাল থানা সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মাহমুদুল ইসলাম পিপিএম মহোদয়ের দিক নির্দেশমায় অত্র থানার এস আই হারুন অর রশীদ অত্যাম্ত পরিশ্রমে ভিকটিমের মা ও ভাইকে খুজে বের করে তাদের হাতে তুলে দেন নিখোঁজ হওয়া শারমিন আক্তারকে।

Share.

Comments are closed.