Girl in a jacket

ত্রিশালে জলাবদ্ধতা নিরসনে অভিযান : ৭টি বাঁধ আংশিক অপসারণ

0

জহিরুল কাদের কবীরঃ

ময়মনসিংহের ত্রিশালে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে  জলাবদ্ধতা নিরসনে অবৈধ বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বুধবার নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে, মাছের প্রজনন ও চলাচল অবাধ করতে এবং জলাবদ্ধতা নিরসনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বানার নদী, নাগেশ্বরী নদী ও সুতিয়া নদীতে অবৈধ বাঁধ অপসারণ অভিযানে বিভিন্ন নদী থেকে ৭ টি বাঁধ আংশিক অপসারণ করা হয়।

বাঁধের মালিকগণ আগামী দুই দিনের মধ্যে সকল স্থাপনা অপসারণ করবেন বলে মুচলেকা প্রদান করেন। 

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মঠবাড়ি, হরিরামপুর ও আমিরাবাড়িকে বাঁধ অপসারণ তদারকি ও নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।অভিযানে উপজেলা মৎস্য অফিস ও ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম তুষার জানান, জনস্বার্থে ও দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিকল্পে অভিযান অব্যাহত থাকবে।

Share.

Comments are closed.