জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টার:-
ময়মনসিংহে ত্রিশাল উপজেলা পৌর এলাকার দরিরামপুরে অবস্থিত ত্রিশাল শুকতারা বিদ্যানিকেতন হইতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১১জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগে ত্রিশালের শুকতারা বিদ্যানিকেতনের ১১শিক্ষার্থী এবার সাধারন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সুবাইতা তাবাসসুম সুপ্তি রোল- ২০৫১৭৩, মাহমুদা আক্তার রিংকি রোল-২০৫১৭৪, অাফিফা মুবাসিরা বুশরা রোল- ২০৫১৭২, আবিদা সুলতানা সারা রোল- ২০৫১৭৫, সানজিদা আফরিন লামিয়া রোল ২০৫১৭৯, মেহেজাবিন তাসবি রোল- ২০৫১৭৭, সাহাদাৎ হাসান সাব্বির রোল- ২০৫৮৪১, ফারজানা খানম রোল- ২০৫১৭৮, সায়মা অাহমেদ সামান্তা রোল- ২০৫১৭১, গোলাম কিবরিয়া হিমেল রোল- ২০৫৮৩৯, মোফাসিরুল হক রোল- ২০৫৮৪০।
ত্রিশাল শুকতারা বিদ্যানিকেতনের গভর্নিংবডির সভাপতি হাসান মাহমুদ জানান, আমার স্কুল হতে এবার এসএসসি পরীক্ষায় ১১জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় আমি এবং অন্যান্য সদস্য সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র/ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসী সকলকেই আন্তরিক ভাবে খুশী হয়েছি। ভবিষ্যতেও অত্র বিদ্যালয়টি যাতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্যে বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমার সকল প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।