Girl in a jacket

ত্রিশালে এমপি মাদানীর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়  সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য  আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি এমপি মহোদয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

ত্রিশালে ১৫ আাগস্ট শনিবার বিকেলে এমপি মাদানি মহোদয়ের বাসভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফ আহমেদ এমপি।

ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর  আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোকসেদুল আমিন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক   ইব্রাহিম খলিল শান্ত, নজরুল কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, ত্রিশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সফিরউদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাসান শহীদ সোহেল, উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক আবুল খায়ের, ত্রিশাল  উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে ১৫ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় চলমান করোনা মহামারী থেকে দেশবাসীকে হেফাজত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। 

Share.

Comments are closed.