জহিরুল কাদের কবীরঃ
ময়মনসিংহের ত্রিশালে সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান পাট সহ বিভিন্ন সাইন বোর্ড সরাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ত্রিশাল সরকারি নজরুল কলেজ মার্কেটের সামনে বসা অবৈধ দোকান পাট উচ্ছেদ, মহাসড়কের বিভিন্ন স্থানে স্ব-স্ব দোকানের সামনে মাটি ও বালু ফেলে ভরাট করা অংশ উচ্ছেদ অভিযানে মাটি সরিয়ে দখলমুক্ত করা হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), তরিকুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করেন ।