জহিরুল কাদের কবীর, ত্রিশাল:-
ময়মনসিংহের ত্রিশালে কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪ জানুুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.হুমায়ুন কবীর,প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতিকুল ইসলাম প্রমুখ।
ত্রিশালে উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
0
Share.