জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে ত্রিশাল আসনের সাবেক এমপি আব্দুল খালেকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট।
সর্বজন শ্রদ্ধেয় এই নেতা রাজনীতিতে তৃণমূল থেকে ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। এর আগে তিনি ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মৃত্যুকালেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। গরিব দুঃখীর জন্য নিবেদিত প্রাণ এই নেতা শত শত মানুষের চিকিৎসা ও চাকরির ব্যবস্থা করেছিলেন।
২০১২ সালের ১৭আগস্ট রাত আটটায় কিডনি রোগ ও হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে রাত আটটায় তিনি ইন্তেকাল করেন।
তিনি এতটাই গণমানুষের নেতা ছিলেন যে প্রতিটি ইউনিয়নের ব্যক্তির নাম ধরে ধরে তিনি বলতে পারতেন।
আব্দুল খালেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও রাজনীতি করতে এসে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। নিজের জমিজমা-সম্পত্তি বিলিয়ে দেন মানুষের জন্য। ত্যাগী সংগ্রামী এবং পরোপকারী এই নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এলাকাবাসী। ত্রিশালবাসির এই দোয়া আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।