Girl in a jacket

ত্রিশালের পৌর মেয়র আনিসের সাথে “হাত বাড়াও” নবনিযুক্ত সম্পাদনা পরিষদের শুভেচ্ছা বিনিময়

0

জহিরুল কাদের কবীর, স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে ত্রিশাল উপজেলা দরিরামপুর “সেবাই হোক ব্রত, ভালবাসাই হোক পাথেয়” এই শ্লোগানকে সামনে রেখে “হাত বাড়াও” এর নব নিযুক্ত সম্পাদনা পরিষদ ত্রিশাল পৌর পিতা জনাব এবিএম আনিসুজ্জামান আনিস মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

ত্রিশালে ৯ আগস্ট রবিবার পৌর হলরুমে পৌর পিতা জনাব এবিএম আনিসুজ্জামান আনিস মহদয়ের সাথে “হাত বাড়াও” এর নবনিযুক্ত সম্পাদনা পরিষদ এর সভাপতি মারুফ হোসেন,  সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরীসহ পরিষদের সদস্যগণের সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।

অনুষ্ঠানে “সেবাই হোক ব্রত, ভালবাসাই হোক পাথেয়” এই শ্লোগানকে সামনে রেখে “হাত বাড়াও” এর সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা, করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতিসহ ভবিষ্যত নিয়ে পরিকল্পনা ব্যক্ত করেন।

5
অনুষ্ঠান শেষে দরিরামপুর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব আবদুল্লাহ আল ফুয়াদ তরফদার এর সাথে কুশল বিনিময় করেন “হাত বাড়াও” এর নবনিযুক্ত সম্পাদনা পরিষদের সদস্য বৃন্দ।

Share.

Comments are closed.