Girl in a jacket

তারাকান্দায় ব্রীজের নীচ থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

0

মো.জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা থানাধীন ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের কাকনী নামক স্থানে ব্রীজের নীচে  থেকে মাদ্রসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সিয়াম (১২)। সে ফুলপুর উপজেলার মারাদেউরা গ্রামের মকবুল হোসেনের পুত্র বলে জানা গেছে। সে ফুলপুরস্থ ইছবপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
শনিবার সকালে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।এলাকাবাসী থানায় খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিশুটির লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। ডিবি, সিআইডি-ক্রাইমসিন (ময়মনসিংহ), তারাকান্দা থানা ও ফুলপুর থানার অফিসার ইনচার্জগন ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে।
  এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গতকাল দিবাগত রাতে কোন এক সময় শিশুটিকে হত্যার পর শিশুটির লাশ ব্রীজের নীচে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শুক্রবার দুপুর ২ঘটিকার সময় থেকে নিখোঁজ ছিল শিশুটি। এ ব্যাপারে মাইকিংও করেছিল স্বজনরা। অবশেষে ব্রীজের নীচে মিললো লাশটি।

Share.

Comments are closed.