Girl in a jacket

ডাঃ মনোয়ার সাদাত করোনায় আক্রান্ত

0

জহিরুল কাদের কবীরঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনোয়ার সাদাত করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনোয়ার সাদাত কর্তব্যরত অবস্থায় করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। গত ১৬ সেপ্টম্বর বুধবার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

১৭ সেপ্টম্বর বৃহস্পতিবার করোনা পরিক্ষায় পজেটিভ রিপোর্ট আসায় ডাঃ মনোয়ার সাদাত ত্রিশালের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ত্রিশালের সাবেক স্থানীয় সংসদ সদস্য ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেকের ছোট ছেলে ডাঃ মনোয়ার সাদাত। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম জানান, ডাঃ মনোয়ার সাদাত নিঃসন্দেহে একজন প্রকৃত করোনা যুদ্ধা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল এর দায়িত্বরত ডাঃ মনোয়ার সাদাত। শুরু থেকে করোনা রোগীদের সংস্পর্শে থাকা এবং বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহসহ পর্যবেক্ষণে সরাসরি স্বাস্থ্যকর্মীদের সাথে যুক্ত ছিলেন। কোভিট- ১৯ দূর্যোগ মোকাবিলায় মানুষের জন্য কাজ করতে গিয়ে আজ নিজেও আক্রান্ত হয়েছেন। 

Share.

Comments are closed.