জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর (মোকামটিলা) গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ মানিক মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা যায়, ৩১ অক্টোবর রাতে সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিম এর নেতৃত্বে,এস আই সুপ্রিয় নন্দি,এ এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী মানিক মিয়া (৪২) নামে মাদক ব্যবসায়ীকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।মাদক ব্যাবসায়ী মানিক (৪২) জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর (মোকামটিলা) গ্রামের আব্দুল হেকিম এর ছেলে।তার বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইনে মামলা (নং- ১১) রুজু করা হয়েছে।
এব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সেলিম, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, মাদক জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জুড়ী থানা পুলিশের অভিযান চলমান থাকবে।