জালালুর রহমান,মৌলভীবাজার প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আগস্ট বিকেল সোয়া তিনটার সময় উপজেলার জায়ফর নগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী উজ্জ্বলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে এএসআই মোঃ ফরহাদ মিয়াসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার জায়ফর নগর ইউপি দক্ষিণ ভবানীপুর গ্রামের নুনু মিয়ার ছোট ছেলে উজ্জ্বল মিয়াকে (৩১) গ্রেফতার করে। সে আর-৫০/১৭(জুড়ী) এর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী।
এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় সে পলাতক ছিলো। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।