মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল এবং টাটা পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে খবর পাওয়া গেছে।
জানা গেছে, রোববার (১০/জানুয়ারি/২০২১ ইং) দুপুর সাড়ে ১২ টার দিকে জুড়ি-লাঠিটিলা সড়কের টিএন খানম সরকারি কলেজের সামনে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে হুসাইন আহমদ (২৪) ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়েছে।আহত অবস্থায় তাকে জুড়ি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।