গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও সরকারি কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও বৃক্ষ রোপন করা হয়েছে। ময়মনসিংহ -১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল , পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোঃ ইমরান,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল, সাধারন সম্পাদন শরিফুল মন্ডল প্রমুখ।
প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ম্যুরাল উদ্বোধন শেষে জাতির জনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল,বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
0
Share.