Girl in a jacket

গফরগাঁওয়ে গুদামের তালা ভেঙ্গে সারের বস্তা চুরি

0

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

গফরগাঁও পৌর শহরে গুহাটা সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন ২০০ টন ক্ষমতা সম্পন্ন গুদামের তালা ভেঙ্গে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও মালিক সূত্রে জানা যায়,মমতাজ এন্টার প্রাইজ আইআরডিপির দুইশত টন ক্ষমতা সম্পন্ন গুদামটি ভাড়া নিয়ে সার সংরক্ষণ ও বিক্রয় করে আসছে দীর্ঘদিন ধরে। ২৩ মার্চ মঙ্গলবার সকালে মমতাজ এন্টারপ্রাইজের ম্যানেজার সুজন সার বিক্রয় করতে গুদাম খুলতে গিয়ে দেখে গুদামের তালা ভাঙ্গা ও ১০০ বস্তা সার নেই।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মমতাজ এন্টারপ্রাইজের মালিক বলেন, আমি এই গুদামের দরজা সংস্কারের জন্য একাধীক বার সমবায় সমিতির সভাপতিকে বলেছি।কিন্ত তাদের পক্ষ হতে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।গুদামের সংস্কার জরুরি কিন্ত কতৃপক্ষ উদাসীন।গতরাতে চুরের দল আমার ১০০ বস্তা সার নিয়ে গেছে।থানায় অভিযোগ আমি বিকেলে ময়মনসিংহ থেকে এসে করবো।এর আগেও এই এলাকায় একাধীক চুরির ঘটনা ঘটেছে।

Share.

Comments are closed.