গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থী আত্নহত্যা করেছে।রবিবার (৭ ফেব্রুয়ারী)রাতে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃত ওই শিক্ষার্থী সিয়াম (১৭) পাইথল ইউনিয়নের ছোট বড়াই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার ছেলে ও গয়েশপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
থান,পরিবার ও এলাকবাসীর সূত্রে জানা যায়,সিয়াম পরিবারের সবার অজান্তে রবিবার রাতে ঘরের ধন্নার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।সকালে পরিবাবের লোকজন তাকে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে ঘরের চাল ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে ধন্নার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে।এলাকাবাসী পরিবাবের লোকজনের চিৎকারে ঘটাস্থলে ছুটে আসে।পরে পাগলা থানা পুশিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পাগলা থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুজ্জান বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।