Girl in a jacket

গফরগাঁওয়ে ক্যান্সারে আক্রান্ত ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা এড. ফাত্তাহ

0

গফরগাঁও প্রতিনিধি:-
গফরগাঁওয়ে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট আল ফাত্তাহ খান। উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সস্পাদক মোঃ সোহাগ মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন যাবত শয্যাশায়ী। বাবা উপজেলা উথুরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমান উল্লাহ ছেলের ছেলের চিকিৎসার্থে ইতিমধ্যে প্রায় সর্বস্ব নি:শেষ করে দিয়েছেন। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম হয়েছিল। এলাকার সবার প্রিয়মুখ টকবগে যুবক সোহাগ মিয়া ইতিমধ্যে হাড্ডিসারে পরিণত হয়েছেন। শুভাকাঙ্খী ও সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে আকুতি জানাচ্ছেন। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কাছে সোহাগের এই করুণ অবস্থার খবর পেয়ে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গফরগঁাও উপজেলার কৃতি সন্তান এডভোকেট আল ফাত্তাহ খান ছুটে আসেন। তিনি গত বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্রনেতা সোহাগকে দেখতে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসুস্থ সোহাগ ও তার স্ত্রী হাতে তুলে দেন নগদ অর্থ সহায়তা এবং চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণের আশ্বাস দেন। এসময় সোহাগ ও তার পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক এডভোকেট আল ফাতাহ খানের সাথে এসময় উপস্থিত ছিলেন, অসুস্থ সোহাগের স্ত্রী, তার ছেলে, এবং ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের কুটির শিল্প বিযয়ক সস্পাদক, সাবেক ছাত্রদল নেতা মোঃ দিদারুল ইসলাম, লংগাইর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।

Share.

Comments are closed.