Girl in a jacket

গফরগাঁওয়ের সাবেক এমপির বকেয়া ঘর ভাড়া পরিশোধ করলেন পৌর মেয়র

0

এম,কামরুজ্জামান, গফরগাঁও থেকে:-
ক্ষমতা,অর্থ,প্রতিপত্তি,সন্মান,জৌলস সবই ছিল তার। কিন্তু এখন সব হারিয়ে নিঃস্ব। ভাড়া নেওয়া ঘরের ভাড়া পরিশোধ করতেও যিনি ব্যর্থ। তিনি হলেন, ময়মনসিংহ-১০(গফরগঁাও)আসনের জাতীয় পাটির দুই বারের নির্বাচিত প্রাক্তন জাতীয় সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া। প্রাক্তন এমপির এই অসহায় অবস্থার খবর শুনে তার ভাড়া বাড়িতে ছুটে যান গফরগাঁও পৌরসভার মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন। এসময় তিনি প্রাক্তন এমপির অসহায়ত্বের কথা শুনে তাৎক্ষনিক তার বকেয়া বাড়ি ভাড়া পরিশোধসহ নগদ অর্থ প্রদান করেন। এ সময় প্রাক্তন এমপি এনামুল হক জজ মিয়া স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য একটি বসত ঘর নির্মাণ করে দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট মরহুম এইচ এম এরশাদের পালিত মেয়ের জামাতা, সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক জজ মিয়া জাতীয় পাটির শাসনামলে গফরগাঁও আসনের একজন প্রতাবশালী এমপি ছিলেন। আর্থিক দুরাবস্থায় পতিত হয়ে এখন জজ মিয়ার মানবেতর জীবন-যাপন করার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি আওয়ামীলীগ দলীয় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নজরে আসে। স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পরামর্শে পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন সালটিয়া গ্রামে জজ মিয়ার ভাড়া বাসায় গিয়ে তার হাতে তুলে দেন নগদ ৫০ হাজার টাকা। এক সময়ের প্রতাবশালী এমপি এনামুল হক জজ মিয়া এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

Share.

Comments are closed.