Girl in a jacket

গফরগাঁওয়ের যুবদল নেতা আনসারুল গ্রেফতার

0

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা যুবদলের সদস্য ও গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলামকে রাতের আধারে গ্রেফতার করেছে গফরগাঁও থানার পুলিশ । আনসারুলের স্ত্রী তামান্না ইসলাম জানায়, আমার স্বামীকে ২২ নভেম্বর রোববার রাত দুুুটার দিকে গফরগাঁও থানা পুলিশ যুবদলের নেতা আনসারুল ইসলাম (৩০)কে ঘুমন্ত অবস্থায় থেকে ডেকে তুলে চোখ মুখ বেধে থানায় নিয়ে আসে এবং পথেই পুলিশ আনসারুলকে শারিরিক নিযার্তন করে। পুলিশ জানায়, আনসারুলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি থাকায় রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে শারিরিক কোন নিযার্তন করা হয়নি। তাকে রবিবার সকালেই ময়মনসিংহ আদালতে প্রেরন করা হয়েছে। গফরগাঁও থানা পুলিশ যুবদল নেতা আনসারুলকে মিথ্যা মামলা গ্রেফতার করার ঘটনায় ময়মনসিংহ(দক্ষিন)জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা ও গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোঃ খুররম যুবদল নেতা আনসারুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী জানায়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) অনুকুল সরকার বলেন, গ্রেফতারকৃত ওয়ারেন্টভ্থক্ত আসামী আনসারুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Share.

Comments are closed.