গফরগাঁও প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাএদলের কর্মসূচী অংশ হিসাবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ছাএদলের উদ্যোগে গতকাল রোববার বিকালে ৪২তম ছাএদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পাগলা থানার ছা্এদল নেতা মাজাহারুল ইসলামের উদ্যোগে র্যালিটি বের হয়। ছাএদলের র্যালিটি পাগলা থানার চারবাড়িয়া বাজার থেকে লামা লংগাইর ইউসুফ মার্কেট হয়ে উঠিয়া বাজার মোড় পষন্ত গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালিতে অংশ গ্রহন করে পাগলা থানার ৮টি ইউনিয়নের ছাএদলের নেতাবৃন্দ। র্যালি শেষে বক্তব্য রাখেন, পাগলা থানার ছাএদলের নেতা মাজাহারুল ইসলাম, মনিরুজ্জামান, সুপ্ত প্রধান, ইসমাঈল শেখ, সালমান হোসেন, সেলিম আকন্দ, আদনান হোসেন, রাব্বি আকন্দ, ইদিন মল্লিক, নাহিদ সরকার, শাওন সরকার, শোয়েব সরকার, ফরিদ মিয়া রক্য্রি, দেলোয়ার হোসেন, শিব্বির আহমেদ প্রমূখ।