Girl in a jacket

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম বিধু(২৬)নামে যুবক নিহত।
ঘটনাটি ঘটে ২২ মার্চ সোমবার রাত ১০ টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সন্মুখে খান বাহাদুর ইসমাইল সড়কে।
নিহত তরিকুল ইসলাম বিধু পৌর শহরের ডাঃ রফিকুল ইসলামের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিধু মোটরসাইকেল চালিয়ে খান বাহাদুর ইসমাইল সড়কে দিয়ে জামতলা মোড়ের দিকে যাওয়ার সময় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সন্মুখে একটি বালু বাহী ট্রাক অতিক্রম করতে চায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। স্হানীয় লোকজন এসে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তার পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে।
গফরগাঁও থানার অফিসার ইন চার্জ(ওসি)অনুকূল সরকার বলেন, গাড়ির চালক সহ গাড়িটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share.

Comments are closed.