Girl in a jacket

গফরগাঁওয়ে যুব মহিলালীগের মানববন্ধন

0

গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা ও পৌর যুব মহিলালীগের উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ভার্স্কষ বিরোধী উগ্র সাস্পদায়িক গোষ্ঠীর অপশক্তির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের প্রতি। ঘন্টাব্যাপী মানববন্ধনে নেত্রীবৃন্দরা বলেন, জাতীরজনক বঙ্গবন্ধুর ভার্স্কষ নির্মানের বিরুদ্ধে ফিতনা ফেসাত ও তান্ডব সৃষ্টির নীলনকসা যারা করতে চায় সরকার তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী ও দেশবাসী রুখে দাড়াঁবে। বিভিন্ন ওয়াজ মাহফিলে ধমীর্য় উন্মদনায় সৃষ্টিকারী উগ্র সাস্পদায়িক অপশক্তির ব্যাপারে সরকার এবং ভার্স্কষ ও দেশের বিরুদ্ধে বিষোদকার করে বিভ্রাান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন ও কঠোর হস্তে দমনের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলালীগের আহŸায়ক আরিফা সুলতানা, যুগ্ন আহŸায়ক রেহনুমা তারানুম দিতি, সেলিনা আক্তার, পারভীন আক্তার ও পৌরসভা যুব মহিলালীগের আহŸায়ক মর্জিনা আক্তার প্রমুখ।

Share.

Comments are closed.