Girl in a jacket

করোনা টিকা প্রদানেও আদর্শ উদাহরণ তৈরি করবে মসিক : মসিক সচিব

0

মো.জাকির হোসেন,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) সচিব রাজীব কুমার সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় যেমন দক্ষতার পরিচয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন দিয়েছে, করোনা ভ্যাকসিন প্রদানেও আদর্শ উদাহরণ সৃষ্টি করবে।
আজ দুপুরে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উপলক্ষে টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালায় মসিক সচিব একথা বলেন।
তিনি আরো বলেন, যথাযথ প্রস্তুতি ও প্রয়োগের ফলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের করোনা ভাইরাসজনিত ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর আন্তরিকতা, প্রচেষ্টা ও নেতৃত্বে  তা সম্ভব হয়েছে এবং ১২ টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে দৃঢ় অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডাঃ পংকজ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Share.

Comments are closed.