নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করোনার সম্মুখযোদ্ধা মোঃ আবু জাহেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। করোনায় আক্রান্ত হয়ে ২৬ জুলাই বেলা পৌণে ১২টায় দিকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
মোঃ আবু জাহেদ, বিজে নং-০২৬২৯১০১১৯ সিনিয়র জেল সুপার। মেহেরপুর জেলা সদর, থানাপাড়া থানা রোড এলাকার পিতা- মৃত আব্দুল করিম বিশ্বাস, মাতা- মৃত ফজিলাতুন্নেছার ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নিজ গ্রামে তার দাফন করা হবে ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, ময়মনসিংহ বিভাগের ডিআইজি (প্রিজন) জাহাঙ্গীর কবির ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করোনার সম্মুখযোদ্ধা মোঃ আবু জাহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন মোঃ আবু জাহেদেও মৃত্যুতে বাংলাদেশ জেল একজন গর্বিত সুদক্ষ কর্মকর্তাকে হারালো। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
করোনায় ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আবু জাহেদ’র মৃত্যু
0
Share.