ত্রিশাল প্রতিনিধিঃ
প্রাণঘাতী নোভেল করোণা ভাইরাসে বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্দা মৃত্যুবরণ করেছেন। তার নাম কনেস্টবল সিরাজুল ইসলাম (৪৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চক পাঁচপাড়া গ্রামের মরহুম সেকান্দর আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানাযায়, করোণা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬জুলাই) ভোর ৪টা ৩৮মিনিটে মৃত্যুবরণ করেন পুলিশের এ সম্মুখযোদ্দা সিরাজুল ইসলাম। তিনি ১৯৯৪ সালের ১০জানুয়ারী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্নীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি ত্রিশাল সদর ইউনিয়নের চক পাঁচপাড়া গ্রামে পাঠানো হয়।
ত্রিশাল থানা ও ময়মনসিংহ জেলা পুলিশের উপস্থিতিতে বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম।
করোণায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের দাফন ত্রিশালে সম্পন্ন
0
Share.