Girl in a jacket

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত

0

জাহিরুল কাদের কবীর, ত্রিশাল:-
৯ ডিসেম্বর বুধবার রাতে উইম্যান পিস ক্যাফের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান পিস ক্যাফের চিফ মেন্টর জনাব অলি উল্লাহ।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান, উইম্যান পিস ক্যাফের মেন্টর ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফা, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা, প্রোগ্রাম এসিস্ট্যান্ট রওনক জাহান মৌশী, মাহমুদা সুলতানা স্বর্ণা, রাহাত আরা রিস্তি প্রমুখ।

Share.

Comments are closed.