Girl in a jacket

আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে আর্ন্তজাতিক মানের করা হবে – সেনাবাহিনী প্রধান

0

জহিরুল কাদের কবীর

ময়মনসিংহের ত্রিশালের আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে আর্ন্তজাতিক মানের হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি আরও বলেন, আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে দেশ এবং বিদেশের সেনাবহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিবেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার সময় ময়মনসিংহের ত্রিশালে আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
সেনাবাহিনীর প্রধান আরও বলেন, ত্রিশালের আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে ঘিরে আশপাশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
এসময় লেঃ জেনারেল মো. কামসুল হকসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.