জহিরুল কাদের কবীরঃ-
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ নুরুল ইসলাম ৩ আগস্ট সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা ৪ আগস্ট মঙ্গলবার জোহর বাদ ময়মনসিংহ শহরের চরপাড়া জামিয়া ইসলামিয়ায় মাঠে অনুষ্ঠিত হইবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ত্রিশাল রিপোর্টার্স ইউনিটিসহ শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেেন। জানাযা শেষে ভাটিকাশর কবরস্থানে দাফন করা হইবে।